৪ দফা দাবি আদায়ে তিস্তায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৩০ | আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২১:২৬

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা,সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের প্রতিবাদে লালমনিরহাটের তিস্তায় মঙ্গলবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
তিস্তা ডিগ্রী কলেজের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধনে বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীরা অংশ গ্রহন করেন। তিস্তা ডিগ্রী কলেজের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ¦ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম, শাহ মোবাশে^রুল ইসলাম রাজু, তিস্তা মোস্তাক আহম্মদ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আঃ খলেক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ এনামুল হক, প্রভাষক নজরুল ইসলাম, তিস্তা কেআর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেপ উদ্দিন, চর গকুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, তিস্তা ডিগ্রী কলেজের প্রভাষক গোলাম হোসন মধু, রুম্মান হোসেন প্রমূখ। বক্তারা বলেন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচিসহ সব আন্দোলন চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত