হিরণ-কিরণ থিয়েটারের আয়োজনে নাট্য সন্ধ্যা, সামাজিক সংগঠনকে সনদ প্রদান

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:২১ |  আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৬, ২১:৩৮

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'হিরণ-কিরণ থিয়েটার' এর আয়োজনে এক বিশেষ নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে উল্লেখযোগ্যভাবে ‘সূর্যালোক যুব সংগঠন’ ও ‘স্বপ্নপূর্ণ যুব ফাউন্ডেশন’ সহ জেলার অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে সামাজিক কাজে তাদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন মুন্সীগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট মাহ-বুব-উল-আলম স্বপন, বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি এবং বীর মুক্তিযোদ্ধা রেখা। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, থিয়েটারের উপদেষ্টা মো. শওকত ও সভাপতি সেলিম রেজা।

অনুষ্ঠানের শেষ পর্বে ঢাকার ‘বিবেকানন্দ থিয়েটার’ মঞ্চস্থ করে নাটক ‘ভাসানে উজান’। অপূর্ব কুমার কুণ্ডুর রচনায় এবং শুভাশীষ দত্ত তন্ময়ের নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত