৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মিশেল ব্যাচেলটের শ্রদ্ধা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৬:৩০ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৯:১৭

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট।

সোমবার (১৫ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানান মিশেল ব্যাচেলেট। একই সঙ্গে তিনি জাদুঘর পরিদর্শন করেন। মিশেল ব্যাচেলেটকে জাদুঘর ঘুরিয়ে দেখান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট রোববার (১৪ আগস্ট) চার দিনের সফরে ঢাকায় এসেছেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রধান হিসেবে এটিই প্রথম বাংলাদেশ সফর।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত