আদমদীঘিতে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রকাশ: ১০ মে ২০২৫, ১৯:০১ | আপডেট : ১০ মে ২০২৫, ২১:৩৯

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ মে) রাতে সান্তাহার ইউপির ‘দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাব’ এই আয়োজন করে। সান্তাহার ইউপির সাবেক সদস্য (মেম্বার) মারুফ-উল হাসান খান শিপলুর সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম জেন্টুর সঞ্চালনায় পুরস্কার বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের রুবেল, শহিদুল, আসাদুল, ভুট্টু, মোফাজ্জাল, নাহিদুল, রিপন, মোমিন প্রমূখ। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত