আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নন্দীগ্রামে জামায়াত-ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ১১ মে ২০২৫, ১১:৩০ | আপডেট : ১২ মে ২০২৫, ০৫:৫৫

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা জামায়াত-ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) নন্দীগ্রাম উপজেলা জামায়াত-ছাত্র শিবিরের উদ্যোগে মাগরিবের নামাজ শেষে নন্দীগ্রাম কলেজ জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এসে শেষ হয়।
এরপর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সহ সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর যুব জামায়াতের সভাপতি রাকিবুল হাসান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিরুল ইসলাম মোমিন, সেক্রেটারি মনিরুল ইসলাম, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন, সেক্রেটারি রাজু আহমেদ, বাইতুল মাল সম্পাদক সেলিম রেজা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রজব আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং গণহত্যাকারীদের বিচারের দাবি জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত