দেবীগঞ্জে যুবলীগ নেতা কামাল হোসেন গ্রেফতার

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ১১:১২ |  আপডেট  : ১২ মে ২০২৫, ০৪:৩৭

দেবীগঞ্জ উপজেলায় এক দশক ধরে রাজনীতিতে সরব যুবলীগ নেতা মো. কামাল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।তিনি উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দন্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও হিসেবে দায়িত্ব পালন করেন।

দেবীগঞ্জ থানা সূত্রে জানা যায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।কামাল হোসেন সরকার প্রধানাবাদ ঢাকাইয়া পাড়ার বাসিন্দা ও মো. লিয়াকত আলীর ছেলে।পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এতে গুরুত্বর আহত হন রবিউল ইসলাম নামের এক যুবক। পরে তিনি ৪৪ জনের নাম উল্লেখসহ আরও ১০০০-১২০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেন। কামাল হোসেন সরকার ওই মামলার অন্যতম আসামি।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেফতারের বিসয়টি নিশ্চিত করে বলেন হত্যা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় শিক্ষক কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে জানা যায় সরকারি চাকরিজীবী হয়েও তিনি সরাসরি রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন, যা ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর স্পষ্ট লঙ্ঘন। এই বিধিমালার ২৫ (১) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে বা কোনো রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিতে পারেন না।দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন বলেন, আমাদের কাছে এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল কোনো কিছু পাইনি। পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত