২০২৩ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে রংপুরে পপি লাইব্রেরী ঢাকার মতবিনিময় সভা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১০:০৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:০৪
২০২৩ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে পপি লাইব্রেরী ঢাকা এর উদ্যোগে রংপুরে আলোচনা ও মতবিনিময় সভা গত শনিবার বিকালে রংপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপি লাইব্রেরী ঢাকা স্বত্ত্বাধিকারী অধ্যক্ষ আবদুল মজিদ। দর্শনা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় রংপুর এর অধ্যক্ষ মোঃ নূরুজ্জামান বকুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি। বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বাপুস রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মঞ্জুরুল হক, প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম প্রমূখ। সভায় রংপুর জেলার ৮ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭ শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত