পঞ্চগড়ে প্রায় সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১৮:১৪ | আপডেট : ৫ নভেম্বর ২০২৫, ২০:২৭
চলতি ২০২৫-২৬ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের সহায়তার লক্ষ্যে সরকার ঘোষিত প্রনোদণা কর্মসূচী বাস্তবায়নে পঞ্চগড়ে ৭ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে সরিষা, গম, শীতকালীন পেয়াজ ও চিনাবাদামের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার(৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। এসময় পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, প্রণোদনার আওতায়পঞ্চগড় সদর উপজেলায় ১ হাজার সরিষা চাষী, ৫ হাজার ৫০০ গম চাষী, ৩০ জন শীতকালীন পিঁয়াজ চাষী এবং ৮০০ জন চিনাবাদাম চাষীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত