৯৯৯ এ ফোন দিয়ে মুক্তি
১৪৪ ধারা ভঙ্গ করে অসহায় পরিবারের কেচি গেটে তালা মেরে ঘর ও জমি দখল
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ১৮:১৭ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৪:০৭
১৪৪ ধারা ভঙ্গ করে মাদারীপুরের ডাসারে মোঃ শামসুল হক ঢালী নামে এক অসহায় পরিবারের কেচি গেটে তালা মেরে তাদের একটি ঘর ও জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। পরে ৯৯৯এ ফোন দিলে থানা পুলিশ সরেজমিনে গিয়ে গেটের তালা ভেঙ্গে জিম্মি দশা থেকে উদ্ধার করেন ওই অসহায় পরিবারকে। এবং উভয় পক্ষকে শৃক্সখলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এদিকে এ বিষয়টি নিয়ে ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারন জনগন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার বালিগ্রাম এলাকার আটিপাড়া গ্রামের অসহায় কৃষক শামসুল হক ঢালীর ২নং আটিপাড়া মৌজার বিআরএস ৬৫৮নং দাগসহ বেশ কয়েকটি দাগে মোট ৫১ শতাংশ পৈত্রিক জমি রয়েছে। ওই জমির উপরে কৃষক শামসুল হক একটি টিনশেট বিল্ডিং নির্মান করে দীর্ঘদিন যাবত ভোগ দলল করে আসছেন। কিন্তু হঠাৎ করে একই গ্রামের তারাই ঢালী ও ফরহাদ ঢালীসহ বেশ কয়েকজন প্রভাবশালী মিলে ওই জমি ও ঘর দখলে নেয়ার চেষ্টা চালায়। এবং তাদেরকে একাধিকবার বাধা প্রদান করা হলেও প্রভাবশালীরা কোন কর্নপাত না করে ওই জমি ও ঘর দখলে নেয়ার জন্য একাধীকবার চেষ্টা চালিয়ে যান। পরে কোন উপায়ন্ত না পেয়ে অসহায় কৃষক শামসুল হক বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি ১৪৪ধারায় মামলা দায়ের করেন। এর সুত্র মতে আদালত কাউকে ওই জমিতে দখলে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের এ নিষেধাজ্ঞাকে অমান্য করে তারাই ঢালী ও ফরহাদ ঢালীসহ বেশ কয়েকজন মিলে ওই অসহায় কৃষক শামসুল হকের বসত ঘরের কেচি গেটে বাহির থেকে তালা মেরে জিম্মি করে শামসুল হকের জমির উপরে টিনের বেড়া দিয়ে ওই জমি ও ঘর দললে নিয়ে যায়। পরে কৃষক শামসুল হকের পুত্রবধু নিলিমা বেগম ৯৯৯এ ফোন দিয়ে বিষয়টি জানালে ডাসার থানা পুলিশ সরেজমিনে গিয়ে শাসসুল হকের ঘরের কেচি গেটের তালা ভেঙ্গে তাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করেন।
ভুক্তভোগী শামসুল হক কান্না জরিত কণ্ঠে বলেন, আমার বসতঘরের কেটি গেটে তালা মেরে আমার জমি ও ঘর দখল করেছে প্রভাবশালী তারাই ঢালী ও ফরহাদ ঢালীসহ বেশ কয়েকজন। পরে আমার পুত্রবধু ৯৯৯এ ফোন দিলে থানা পুলিশ এসে তালা ভেঙ্গে আমাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করেছেন। এখন আমাকে তারা বিভিন্ন প্রকারের হুমকী দিয়ে আসছে। আমি কোন বিচার পাচ্ছিনা।
অভিযুক্ত ফরহাদ ঢালী বলেন, আমাদের জমি আমরা দখল করেছি।
নাম প্রকাশে অনিশ্চুক বেশ কয়েকজন স্থানীয় জনগন বলেন, অসহায় পরিবারকে জিম্মি করে তার জমি ও ঘর দখল করাটা আসোলে অন্যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান খান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে মিলানোর চেষ্টা করেছি। কিন্তু আমাকে কেউ মানেনা।
এ ব্যাপারে ডাসার থানার এস.আই (সেকে›ন্ড অফিসার) অখিল চন্দ্র রায় বলেন, আমরা খবর পেয়ে ওই পরিবারকে ঘরের তালা ভেঙ্গে মুক্ত করা হয়েছে। এবং উভয় প¶কে শান্তি শৃক্সখলা বজায় রাখার জন্য নোটিশও জারি করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত