নেপালে আলু রফতানি বেড়েছে, ২০২৫ সালে প্রায় ১৩ হাজার মেট্রিক টন আলু রফতানি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৯:২০ | আপডেট : ১৪ মে ২০২৫, ২২:১৮

দেশে বৃহৎ সম্ভবনাময় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে নেপালী বাংলাদেমী আলু রফতানি অব্যাহত রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত দেশটিতে ১২ হাজার ৬৬৩ মে.টন আলু রফতানি হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।গত ১৩ মে নেপালে আবারো নতুন করে ৭ শত ৭৭ মে.টন এস্টারিক্স জাতের আলু রফতানি করা হয়েছে।
এদিকে ভারত –ভ’ট্রান থেকে পাথর আমদানির পাশাপাশি আলু বাংলাদেশের উৎপাদিত আলু রফতানি বেড়ে যাওয়ায় স্থবন্দরটির গুরুত্ব বেড়েছে।বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা যায়, আলু রফতানি করছে থিংকস টু সাপ্লাই, ক্যারজ এগ্রো, মাইসা কোল্ড স্টরেজ, ইসান এগ্রো ফার্ম,ফাস্ট ডেলিভারি, সুফলা মাল্টিপ্রোডাক্ট লিমিটেড ও স্বাধীন এন্টারপ্রাইজ। জানা যায় আলুগুলো উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে প্রতি ট্রাকে ২১ মেট্রিক টন করে ৩৭টি ট্রাকে নেপালের কাকরভিটা এলাকায় পাঠানো হয়।রফতানিকারক প্রতিষ্ঠানগুলো বাংলাবান্ধা স্থলবন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তা নেপালে রফতানি করা হয়।তবে একবারে বাংলাদেশে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হওয়ায় কৃষক তার সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। নেপালে আলু সরবরাহ করার ক্ষেত্রে এটি অর্থনীতিকে সচল করবে এবং সাথে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাবে বলে মনে করেন ব্যবসায়িরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত