১২ লাখ নকল সিগারেট
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১৪:৩৪ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২১:৪৬
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১২ লাখ ৩০ হাজার শলাকা, নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেটসহ রুহুল আমিন ইসলাম শুভ (৩০) নামের একজনকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। এ সময় একটি কাডার্ভভ্যান জব্দ করা হয়েছে।
আটক রুহুল আমিন ইসলাম শুভ রাজশাহী জেলার বালিয়পুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। সোমবার (১ জানুয়ারি) দুপুরে র্যাব-১২এর কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ ইলিয়াস খান জানান, গতকাল ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লাপাড়ার সলঙ্গা থানার রামারচর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নাটোরগামী (ঢাকা মেট্রো-ড-১২-৪৪২৭) একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় আটক ব্যক্তির তথ্যে কাভার্ডভ্যানের পেছনে ৬২টি কাগজের কার্টনে ১২ লাখ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেট ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ সময় প্রতারকের কাছ থেকে একটি মোবাইল, দুটি সিম কার্ড ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা ও উদ্ধার করা আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত