১০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ১৯:৩১ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৯:০৭

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ কেজি হরিণের মাংসসহ মোঃ আল-আমিন হোসেন (২১) নামের এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (০২ আগস্ট) গভীররাতে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার ঘরিলাল এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার সদস্যরা। জব্দকৃত  হরিণের মাংসসহ আটক মোঃ আল-আমিন হোসেনকে বন বিভাগের কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। আটক মোঃ আল-আমিন হোসেন সাতক্ষীরা জেলার  শ্যামনগর উপজেলার সরা লক্ষীখোলা গ্রামের মুসাঢালীর ছেলে।

মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় হরিণের মাংষ বিক্রির জন্য একজন শিকারি অবস্থান করছেন। কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ আল-আমিন হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯ কেজি ৯০০ গ্রাম হরিণের মাংস উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধের সাথে জড়িত বলেও জানিয়েছে কোস্টগার্ড।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত