হেফাজত নেতা মাওলানা কোরবান আলী ৭ দিনের রিমান্ডে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১৫:৩৭ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৩

পল্টন থানার মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পল্টন থানায় করা মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে দশ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বাসাবোর বাসা থেকে মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেফতার করে গুলশান গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত