হেফাজতের ১৬ মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৪:৫৩ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ১৩:৫৬

দেশের বিভিন্ন জায়গায় হরতাল ও সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় এবং মামুনুলের রিসোর্ট কাণ্ডে দায়ের করা মামলাগুলোর মধ্যে ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে পিবিআই প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার বলেন, গত ২৬ মার্চের পর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়। ওইসব মামলার মধ্যে ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই।

নাশকতা, হত্যার চেষ্টা, ধ্বংসাত্মক কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ওই সব মামলার তদন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করা হচ্ছে। তদন্ত শেষে দ্রুতই দোষীদের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত