হারাগাছ সোনালী ব্যাংক শ্রেণিকৃত ঋণ মুক্ত ঘোষণা ও গ্রাহক সমাবেশ
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১০:০২ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৫৪
সোনালী ব্যাংক হারাগাছ শাখা কে শ্রেণিকৃত ঋণ মুক্ত ঘোষণা ও গ্রাহক সমাবেশ গত সোমবার বিকালে ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়।
হারাগাছ শাখার ম্যানেজার মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক রংপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল বারিক চৌধুরী, রংপুর কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোছাঃ নাসিমাতুল জান্নাত, এজিএম নাজমা জেসমিন স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র অফিসার (ঋণ ও অগ্রিম) খন্দকার এনায়েত উল্লাহ, ধুমেরপাড় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকছুদার রহমান, সারাই মুন্সি পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, ধুমের কুটি হায়দারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলী, সহকারী প্রধান শিক্ষক ও কাউনিয়া উপজেলা মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক ও সহকারী সুপার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান, আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির পল্টু প্রমূখ। সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে কেক কেটে হারাগাছ শাখাকে শ্রেনিকৃত ঋণ মুক্ত (খেলাপী ঋণ) ঘোষণা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত