পঞ্চগড়ে নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১৭ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চগড়ে মহান মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৫৫ তম মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জেলা কালেক্টর ভবনের চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
এরপর জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নেতৃত্বে ,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও বিভিন্ন সরকারি আধাসরকারি সায়ত্বশায়িত প্রতিষ্ঠান, রাজনৈতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় ৭১’র শহীদ বীরমুক্তিযোদ্ধাদের বিদেশী আত্নার মাগফেরাত কামনা করে দোয়ার মোনাজাত অনুষ্ঠিত হয়। ওই মোনাজাতে জাতির শান্তি ,সমৃদ্ধি অগ্রগতি কামনা করা হয়।
দিবসটি পালনে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। প্রথম পর্বের পরে সকাল নয়টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন পরে ১১ টায় মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান করা হয়।এছাড়া অডিটোরিয়ামে তিনদিন ব্যাপী বিজয় মেলা ও বিকেলে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পূরষ্কার বিতরণ সহ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাশাপাশি সুবিধাজনক সময়ের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ, সরকারি আধাসরকারি প্রতিষ্ঠান আলোক সজ্জিতকরণ ও জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যাণার ফেষ্টুন দ্বারা সুসিজ্জত করণ এবং হাসপাতাল, জেলখানা , শিশু পরিবারসহ ছিন্নমুল মানুষের মাঝে উন্নত খাবার পরিবেশন ও মসজিদ মন্দির , উপাসানলয়ে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া জেলার উপজেলা পরিষদ প্রশাসন দিনটিতে নানা কর্মসূচী পালন করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত