শ্রীনগরে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা 

  শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে নজরুল ইসলাম

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ২২:১৫ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯

মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান বিজয় দিবসকে সামনে রেখে বীর মুক্তি যোদ্ধাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৫ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা বি এন পির বাইপাস মোড় বাগান বাড়িতে এ সংবর্ধনা দেয়া হয়।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের জেলা আহ্বায়ক খন্দকার মাইনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বি এন পি আহ্বায়ক কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বি এন পি সভাপতি শহিদুল ইসলাম মৃধা, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, প্রধান বক্তা আতাউর রহমান আতা, মোঃসায়েম ভূঁইয়া, অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তি যোদ্ধারা হচ্ছেন, আব্দুল কুদ্দুস ধীরন, মোসারফ হোসেন মৃধা, মোজাম্মেল হোসেন চঞ্চল, শেখ কামাল উদ্দিন, মজিবর রহমান সরকার, মোঃ মোশাররফ হোসেন ভূইয়া, মোঃ গিয়াসউদ্দিন কুদ্দুস, আবদুল মান্নান, রাজু আহাম্মেদ  সহ আর অনেকে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত