পঞ্চগড়ে একই দিনে দুই প্রবীণের চির বিদায়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৯
পঞ্চগড়ে দুই প্রবীণের চির বিদায়। তাদের বয়সেও প্রায় সমান। তারা শুধু চেনা মুখ নয় জেলা জুড়ে অতি পরিচিত ব্যক্তি ছিলেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুনিয়ার মায়া ত্যাগ করে চির বিদায় নিলেন এই দুই প্রবীণ মুখ।
একজন হচ্ছেন; পঞ্চগড় পৌর সভার কায়েত পাড়া নিবাসী মো. আবুল খায়ের (৭০)। তিনি খায়ের মিস্ত্রি নামে পরিচিত। তার দক্ষ শ্রম শক্তিতে গড়ে ওঠতো বড় বড় বিল্ডিং বা অবকাঠামো। তিনি গত সোমবার দিবাগত রাতে নিজ বাড়ীতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও মেয়ে রেখে যান। মরহুম আবুল খায়েরের রয়েছে অসংখ্য বন্ধু-বান্ধব আত্নীয় স্বজন ও শুভাকাঙ্খি।তিনি ডায়বেটিস রোগে ভুগছিলেন।
অপরজন হচ্ছেন;পঞ্চগড় পৌরসভার তুলার ডাঙ্গা নিবাসী মো. মহিউদ্দীন (৭০)। তিনি মোটর মেকানিকস মন্টু নামে পরিচিত। জেলার অসংখ্য বিত্তবান ও সরকারি যানবাহন মেরামত করে দিতেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।মঙ্গলবার তিনি শেষনিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী সহ ২ ছেলে ও ২ মেয়ে রেখখে যান। এছাড়াও তার রয়েছে অসংখ্য বন্ধু-বান্ধব, আত্নীয় স্বজন ও শুভাকাঙ্খি।তাদের মৃত্যুতে পঞ্চগড়ে শোকের ছায়া নেমে আসে।#
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত