হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পূণমির্লনী উদ্যাপন প্রস্তুতি কমিটি গঠন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১৬:১১ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৬

কাউনিয়ার হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে শতবর্ষ পূর্তি পালন ও প্রাক্তন ছাত্রদের পূণমির্লনী উদ্যাপন প্রস্তুতি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

গত শুক্রবার রাতে বিদ্যালয় হল রুমে আলোচনা সভা প্রাক্তন ছাত্র ও সমাজ সেবক মোঃ আনোয়ারুল হক নুর এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। বক্তব্য রাখেন আবুল হাসনাত লাবলু, মনিরুজ্জামান কিরন, তামজিদুর রহমান, জাকারিয়া সুমন প্রমূখ। সভা শেষে প্রাক্তন ছাত্র মোঃ আনোয়ারুল হক নুর কে আহবায়ক মোঃ ছাইয়ামা আলম রতন, মোঃ মোত্তালিবুর রহমান কে যুগ্ন আহবায়ক, মোঃ মনিরুজ্জামান কিরন কে সদস্য সচিব, মোঃ আবুল হাসনাত লাভলু কে কোষাধ্য¶, সাংবাদিক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, শি¶ক মাসুম মোর্শেদ, মোস্তফা কামাল, জাকারিয়া সুমন, বুলবুল আহমেদ বুলেট, আমিনুর রহমান ও মোছাঃ আফরোজা পারভীন কে সদস্য করে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালন ও প্রাক্তন ছাত্রদের পূণমির্লনী উদ্যাপন প্রস্তুতি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে পূনার্ঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত