হারাগাছে ইউপি সদস্য জহুরুল সহ ৫ জুয়ারু গ্রেফতার!

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২০ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৬

কাউনিয়ার নাজিরদহ খানসামা হাট জিয়া কলোনিতে গত বৃহস্পতিবার রাতে জৃয়া খেলার সময় জৃয়ার আসর থেকে নব নির্বাচিত হারাগাছ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম সহ পাঁচ জুয়ারু কে পুলিশ গ্রেফতার করেছে।
 
থানা সূত্রে জানাগেছে জেলা পুলিশের বিশেষ অভিযানের ভিত্তিতে ইন্সপেক্টার (তদন্ত) সেলিমুর রহমানের নেতৃত্বে এস আই সামিউল ইসলাম সহ পুলিশ লাইন্সের এক দল পুলিশ উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ খানসামা হাট জিয়া কলোনিতে জুয়ার আসরে হানা দেয়। এসময় জুয়া খেলারত অবস্থায় হারাগাছ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিরদহ গ্রামের মৃত্যু সেকেন্দার আলীর পুত্র মোঃ জহুরুল ইসলাম (৫০) একই এলাকার মৃত মজিবর রহমানের পুত্র ফারুক মিয়া (৫৩) মোতাহার হোসেনের পুত্র মমিনুল ইসলাম (৪৫), জোবেদ আলীর পুত্র মোঃ ইব্রাহিম আলী (৪০), আব্দুস সালামের পুত্র সাইফুল ইসলাম (৩০) কে জুয়ার সামগ্রী, নগদ ৯ হাজার ৫শ'৯০ টাক, ১সেট তাস, ৪টি মোবাইল সেট সহ গ্রেফতার করে। 

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান জানান তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে গ্রেফতার কৃত ইউপি সদস্য একজন পেশাদার জুয়ারু, তার নেতৃত্ব প্রতিনিয়ত লক্ষ টাকার জুয়ার খেলার আসর বসতো। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত