তেতুঁলিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৪ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার শারবাহান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ আশরাফুল ইসলাম (৩৬) কে ডেভিল্ট হান্ট ফেইজ-২ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
তেতুঁলিয়া থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে।
ডেভিল্ট হান্ট ফেইজ-২ অভিযানে গ্রেফতারের পর তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ির দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়।
তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত