কাউনিয়ায় ওসমান হাদীর স্মরণে শোক র‌্যালি ও গায়েবানা জানাজা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৩

সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর স্মরণে কাউনিয়া সর্বস্তরের ব্যানারে গায়েবানা জানাজা ও শোক র‌্যালী শনিবার অনুষ্ঠিত হয়েছে। 

কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড় থেকে শোক র‌্যালি শুরু হয়ে মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এক হাদী গেছে লক্ষ হাদী এখন রয়েছে। ভারতের দালালি বাংলাদেশে আর চলবে না। আমরা ২৪শের আন্দোলনে এক ছিলাম এখনো এক হয়ে সকল ফ্যাসিস্টদের মোকাবিলা করবো। হাদী ভাই আমাদের সকলের প্রিয় মানুষ ছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি। তার এই অকাল মৃত্যু বাংলার মাটিতে কেউ মেনে নিতে পারে না। তার অবুঝ শিশুটি কি দোষ করেছে যে তাকে এতিম হতে হলো। তাই অতিসত্বর হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক বিচার করতে হবে নির্বাচনের আগেই। এ সময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এনসিপি প্রধান সমন্বয়ক কাউনিয়া উপজেলা শাখা মোঃ সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন মেহেদী হাসান মুন, রায়হান আহমেদ, শিপন আহমেদ হিমু, আবু হেনা, জাবেদুল ইসলাম, হারুন অর রশিদসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। জানাজা পড়ান মাওলানা জিল্লুর রহমান। শোক র‌্যালিজুড়ে ‘আমি কে তুমি কে, হাদী হাদী’, ‘আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো’, ‘গোলামি না আজাদী? আজাদী আজাদী’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও, এমন ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত