হাই ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইস ও নজেল ক্যানুলা দিলেন মঈন মাসুদ

  কাজী দীপু, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৯:২৬ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ২১:২৪

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অক্সিজেনের চাহিদা মেটাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জন্য হাই ফ্লো ন্যাসাল অক্সিজেন থেরাপি ডিভাইস ও নজেল ক্যানুলা প্রদান করলেন Munshiganj Fibre & Agro Ind' Ltd ম্যানেজিং ডিরেক্টর মো. মঈন উদ্দিন মাসুদ। রোববার দুপুরে সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদের কাছে জেনারেল হাসপাতালের জন্য হাই ফ্লো  অক্সিজেন থেরাপি ডিভাইস ও নজেল ক্যানুলা হস্তান্তর করেন।

সম্প্রতি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন তার ফেসবুক আইডিতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জন্য হাই ফ্লো  অক্সিজেন থেরাপি ডিভাইস ও নজেল ক্যানুলা প্রয়োজন। তাই জেলার বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা চেয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এদিকে  ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে মুন্সীগঞ্জ শহরস্থ একটি শিল্প-প্রতিষ্ঠান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. মঈন উদ্দিন মাসুদ মুঠোফোনে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপুর কাছে  জেনারেল হাসপাতালের জন্য হাই ফ্লো  অক্সিজেন থেরাপি ডিভাইস ও নজেল ক্যানুলা তার পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপরই বিষয়টি প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিনকে বিষয়টি জানিয়ে মঈন মাসুদের মুঠোফোনের নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন সাংবাদিক দীপু। এরপরই সাংবাদিক শহীদ-ই-হাসান তুহিন শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মঈন মাসুদের সঙ্গে কথা বলে এবং হাসপাতাল কর্তৃপক্ষসহ সিভিল সার্জনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেয়। এর প্রেক্ষিতে রোববার দুপুরে নিজ অর্থায়নে হাই ফ্লো  অক্সিজেন থেরাপি ডিভাইস ও নজেল ক্যানুলা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি শহীদ ই হাসান তুহিন, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন,  Munshiganj Fibre & Agro Ind' Ltd ম্যানেজিংডিরেক্টর ও শহররের মুন্সীবাড়ির কৃতি সন্তান মঈন মাসুদ ও তার ভাই আমির হোসোন মুন্সী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর, সাংবাদিক মঈনুদ্দীন সুমন, শেখ মোঃ রতন, জুয়েল রানা প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত