হকি ফেডারেশনে ভোটের প্রয়োজন পড়ছে না !
প্রকাশ: ১১ জুন ২০২৩, ১৭:৫০ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৪:৫৫
আগামী ১৯ জুন হবে হকি ফেডারেশনের নির্বাচন। আনুষ্ঠানিকভাবে তাতে ভোটের প্রয়োজন হয়তো পড়ছে না। তার আগেই রশিদ-সাইদ নেতৃত্বাধীন প্যানেলের জয় অনেকটা নিশ্চিত।
রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জাতীয় ক্রীড়া পরিষদে আসন্ন নির্বাচন উপলক্ষে ২৮ পদের বিপরীতে ২৮টি মনোনয়নপত্রই আজ জমা পড়েছে। পদের অতিরিক্ত মনোনয়নপত্র জমা না পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।
মনোনয়ন পত্র জমা দিয়ে মমিনুল হক সাইদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমার দৃঢ়বিশ্বাস এবার হকি ফেডারেশেনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি হয়েছে। এই কমিটি নিয়ে কারও কোনও মতভেদ নেই। বাংলাদেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সবাই একমত হয়েছি।’
২৮ জনের কমিটিতে বিকেএসপির কোনও প্রতিনিধি নেই। এর ব্যাখ্যায় সাইদ বলেছেন, ‘বিকেএসপি একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের দায়িত্ব হচ্ছে সরকারের সমস্ত কার্যক্রম পরিচালনা করা। সরকারি প্রতিষ্ঠান হিসেবে তারা হকির জন্য কাজ করবেই। তাদেরকে এককভাবে দেখার সুযোগ নেই। আমরা সকল পর্যায়ে আলোচনা করেই কমিটি করেছি।’
২৮ জনের সমঝোতা কমিটির মধ্যে ১০ টি পদ জেলা-বিভাগীয় সংগঠক পরিষদ ফোরামের।
কমিটিতে যারা থাকছেন
সাধারণ সম্পাদক: মমিনুল হক সাঈদ
সহ-সভাপতি: রশিদ শিকদার, জাকি আহমেদ রিপন,এমএ রাজ্জাক, কাজী সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ
যুগ্ম সম্পাদক: মাহবুব এহসান রানা ও আরিফুল হক প্রিন্স
কোষাধ্যক্ষ: সৈয়দ মাহমুদুল হক
সদস্য: ইউসুফ আলী, মনোয়ার হোসেন, সাফায়াত হোসেন ( ডালিম ), হাজী হুমায়ুন, মাহবুব হারুন, মোসাদ্দেক পাপ্পু, লতিফ মুন্না, মোরশেদ লেবু, টুটুল কুমার নাগ, শহিদউল্লাহ টিটু, আসিফুল হাসান, নাসিম রেজা, শেখ আলমগীর, আউয়াল হোসেন, কামরুজ্জামান চৌধুরী তুহিন, রাজু আহমেদ, দিলিপ চক্রবর্তী ও তৌফিকুর রহমান রতন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত