সড়ক দূর্ঘটনায় গ্রামনগর বার্তার প্রকাশক হান্নান খানের ছোট ভাইয়ের মৃত্যু

  স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১৬:০২ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭

আজ শনিবার দুপুরে নারায়নগঞ্জের রুপগঞ্জে যাবার পথে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছে গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলামের ছোট ভাই বিল্লাল খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মা, স্ত্রীসহ দুই শিশুপুত্র এক কন্যা রেখে গেছেন। তারঁ জানাজা্র নামাজ আজ রাত সাড়ে আটটায় লৌহজং উপজেলার সাতঘড়িয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তাকে সাতঘড়িয়া কবরস্থানে দাফন করা হবে।  

বিল্লাল খান নিবেদিত আওয়ামীলীগ নেতা প্রয়াত দরবেশ আলী খানের তৃতীয় পুত্র। তার মৃত্যুতে সংসদ সদস্য সাগুফতা,ইয়াসমিন এমিলি, বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওসমান গনী তালুকদার, সাধারণ সম্পাদক আবদুর রশীদ শিকদার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু ইউসুফ ফকির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. সঞ্জীব মন্ডল গভীর শোক প্রকাশ করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত