স্বাস্থ্য বিধি মেনে চলতে মেহেরপুর পৌর মেয়রের আহবান

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৮:৪৭ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩১

মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে স্বাস্থ্য বিধি মেনে চলা, বিনা প্রয়োজনে লকডাউনে ঘর থেকে বের না হওয়ার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

পৌর মেয়র বলেন, ভয়াবহ সময় অতিক্রম করছে দেশ, আর এই সময়ে দেশের  জনগনের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময় উপযোগী সিদ্ধান্তের ফলে দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, অযথা বাইরে ঘোরাফেরা না করে পরিবার-পরিজন নিয়ে ঘরে অবস্থান করুন। এ ছাড়া প্রয়োজনে পৌরসভার জরুরী সেবা নাম্বারে ফোন দেওয়ার জন্য আহবান জানান। সেই সাথে তিনি আরো বলেন, বর্তমান এই পরিস্থিতিতে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। নিজে মাস্ক ব্যবহার  করুন এবং অন্যকে মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করুন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত