স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৮:৩৯ |  আপডেট  : ১১ মে ২০২৪, ০৮:১৪

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন। এর আগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে বাদ্যের তালে তালে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র‌্যালিতে মহিষের গাড়ি, পালকি থেকে শুরু করে নানা সাজে সজ্জিত করা হয়।

 র‌্যালিতে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার এফ এম ফয়সাল, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজামান মালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরাসহ মেহেরপুর এলজিইডি, গণপূর্ত বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,প্রাথমিক শিক্ষা বিভাগ, সমবায় অফিস,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ সকল শ্রেণী-পেশার মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও মেহেরপুর জেলা পরিষদ, মেহেরপুর পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা আওয়ামী লীগ,বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত