স্ত্রীর স্বীকৃতির দাবীতে বরের বাড়িতে কনের অবস্থান, মেনে না নেওয়ায় আত্মহত্যার চেষ্টা
প্রকাশ: ২ এপ্রিল ২০২১, ১৭:১৯ | আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৮
স্ত্রীর স্বীকৃতির দাবীতে বরের বাড়িতে কনের অবস্থান। বঁধু হিসেবে মেনে না নেওয়ায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ওই বঁধু এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে শুক্রবার সকালে।
থানা ও পারিবারিক স‚ত্রে জানাগেছে হরিচরণ লস্কর গ্রামের নয়ন চন্দ্রের পুত্র বিমল চন্দ্র পাঞ্জরভাঙ্গা গ্রামের চেমরু নারায়ণের কন্যা পল্লবী রাণীকে পছন্দ করে প্রায় ৪ মাস প‚র্বে বিয়ে করে। বিয়ের পর থেকে তাকে স্বামী বাড়িতে না তুলে টালবাহনা শুরু করে। এ নিয়ে স্বামীর সাথে তার কলহ বিবাদ চলে আসছে। স্বামীর সাথে গিয়ে তার বাড়িতে ওঠার আসায় অনেক অপেক্ষার পর ব্যর্থ হয়ে স্ত্রী পল্লবী রাণী গত বৃহস্পতিবার সন্ধায় একাই তার স্বামীর বাড়িতে গিয়ে অবস্থান নেয়। তার স্বামীর পরিবারের লোকজন তাকে বঁধু হিসেবে ঘরে তুলে না নিয়ে বেদম মারপিট করে তাড়িয়ে দেবার চেষ্টা চালায়। পল্লবী রাণী বাবার বাড়িতে ফিরে না গিয়ে সারারাত স্বামীর বাড়ীর উঠানে বসে থেকে রাত কাটায়। শেষে শুক্রবার সকালে মনের দুঃখে ক্ষোভে স্বামীর বাড়িতেই কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে পুলিশ সকালে পল্লবী রাণী কে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে। ওসি মাসুমুর রহমান বলেন অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত