সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অস্ত্র গুদামে ইয়েমেনিদের হামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৫ |  আপডেট  : ৯ নভেম্বর ২০২৪, ২২:২৩

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের একটি অস্ত্র গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি স্থানীয় সূত্র আল-আখবার আল-ইয়েমেনি নিউজ ওয়েবসাইটকে জানিয়েছে, ইয়েমেনি সামরিক বাহিনী ও তাদের মিত্র যোদ্ধারা আল-আবদিয়া এলাকায় সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসীদের অস্ত্র গুদামে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। সূত্রগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে ভয়াবহ রকমের বিস্ফোরণ ঘটে এবং তা আধাঘন্টা স্থায়ী হয়।

কয়েকটিটি রিপোর্টে জানানো হয়েছে- সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সমর্থিত সন্ত্রাসী বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডার আব্দুল্লাহ সুলতান এই হামলায় মারা গেছেন। এর কয়েকদিন আগেও মা’রিব প্রদেশে সৌদি সমর্থিত সন্ত্রাসীদের অবস্থানে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত