সুন্দরবনে দুইমাস মাছ ধরা নিষিদ্ধ
প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৯:৫৩ | আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৩
সুন্দরবনের নদী খালে আগামী দুই মাস সব প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন-বিভাগ। প্রতি বছরের জুলাই ও আগস্ট মাস মৎস্য প্রজনন মৌসুম, তাই এ সময়ে সাধারণত মাছ ডিম ছাড়ে।
তাই প্রতি বছরের মতো চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবনের সব প্রকার মৎস্য ধরা বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে অভয়ারণ্য এলাকা সহ ১৮টি খাল এবং ২৫ ফুটের কম প্রসস্ত খালে সারা বছর মাছ ধরা নিষিদ্ধ। তবে, প্রজননের জন্য জুলাই ও আগষ্ট দুই মাস বনের সকল খালে মাছ ধরা বন্ধ করা হয়।
সুন্দরবন পুর্ব বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষায় প্রতি বছরের মতো এবছরও দুই মাস সুন্দরবনের সব প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত