সিরাজদেখান কোলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কপাসেরের উঠান বৈঠক
 লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
                                    
                                    প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ২০:৪০ | আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ২১:০১
সিরাজদিখান আসন্ন ১৪ নং কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ কপাসের হোসেনের পক্ষে উঠান বৈঠক হয়েছে। আজ শুক্রবার কোলা ২ নং ওয়ার্ড এলাকায় এ বৈঠক হয়।
এ সময় তরুণ তপাদার,মোঃ নূরু ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ,আব্দুল ছোবাহান বেপারী,মোঃ বাবুল,জাহাঙ্গির হোসেন,ফেরদৌস শেখ,নবী শেখ,আলম শেখসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ঘোড়া মার্কায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ কপাসের হোসেন বিগত উন্ষি বছরের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে এর ধারাবাহিকতা রক্ষায় ঘোড়া মার্কায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটারদের কাছে চেয়ারম্যান হওয়ার জন্য ভোট চান।
তিনি আরোও বলেন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে চেয়ারম্যান পদে আরও চার প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আগামী২৬ ডিসেম্বর কোলা ইউপি নির্বাচনে জনগণের শান্তি ও উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ কোলা ইউনিয়ন করার লক্ষ্যে আপনার পবিত্র আমানত আপনার মূল্যবান ভোট ঘোড়া মার্কায় দেওয়ার জন্য অনুরোধ করে সকলের দোয়া কামনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            