চেয়রম্যানের সংবাদ সন্মেলন
সিরাজদিখান শেখরনগরে নেতা-কর্মীরা নৌকার পক্ষে কাজ করছেন না
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১৭:৫২ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৪৬
সিরাজদিখান শেখরনগর ইউনিয়নে নৌকা মার্কার পক্ষে কাজ না করার অভিযোগ তুলে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নৌকা মার্কার প্রাথী দেবব্রত সরকার টুটুল ও বর্তমান শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাকিবুল ইসলাম রাকিব। সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেস্টা ও গতবারের নৌকা প্রতীকে নির্বাচনকারী আনোয়ার হোসেন বেলু,শেখরনগর ইউনিয়ন আওয়াীলীগ সিনিয়র সহ-সভাপতি আইয়ুব রতন,সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন সুরুজ, শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মীর আশরাফ হোসেন রাজা, শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য রবিউল আউয়াল মাস্টার, শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক মফজল হোসেন, শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রোকনসহ বেশ কয়েকজন নেতা-কর্মীদের বিরুদ্ধে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী দেবব্রত সরকার (টুটুল মাস্টার) ও বর্তমান শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাকিবুল ইসলাম রাকিব এ সংবাদ সম্মেলন করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সবাই। আজ শুক্রবার দুপুর ১টায় সিরাজদিখান শেখরনগর দক্ষিন হাটী আমিরাত মাস্টারের বাড়ির সংলগ্ন রাস্তায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শেখরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেবব্রত সরকার (টুটুল মাস্টার) অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের পদ পদবী ধারী নেতৃবন্দ নৌকা মার্কার নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীদের ইন্দন যোগাচ্ছেন। এমনকি ওইসকল নেতা-কর্মীদের সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেবব্রত সরকার (টুটুল মাস্টার) ।
সংবাদ সম্মেলনে শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের ওই সকল নেতা-কর্মীদের সমর্থকরা নৌকা মার্কার কর্মী সমর্থকদের ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছেন। নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী দেবব্রত সরকার টুটুল আরও বলেন, আমি দলের সকলের সাথে দেখা করেছি, যোগাযোগ করেছি কিন্তু তারা নৌকা মার্কার নির্বাচনে কোন সহযোগিতা করছেন না।
শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আমজাদ হোসাইন বলেন শেখরনগর অনেক আওয়ামীলীগ নেতা কর্মী নৌকা প্রতীকের প্রচারনায় যাচ্ছে না তার নৌকার বিরুদ্ধে কাজ করছেন। অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেস্টা ও গতবারের নৌকা প্রতীকে নির্বাচনকারী আনোয়ার হোসেন বেলু বলেন, আমি নৌকার প্রচারণায় করছি না। আমি জেলা আওযামীলীগ সাধারণ সম্পাদকের সাথে কথা বলে পরে সব জানাব।
শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য রবিউল আউয়াল মাস্টার বলেন, তিনি সর্বাত্মক নৌকার পক্ষে কাজ করছেন। নৌকা মার্কায় চেয়ারম্যান প্রার্থী দেবব্রত সরকার টুটুল মাস্টার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাকিবুল ইসলাম রাকিব ব্যক্তিগত জেলাস নিয়ে তিনি এসব অভিযোগ করছেন। যার কোন ভিত্তি নেই।
এ ব্যপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, দেবব্রত সরকার টুটুল মাস্টার নৌকা মার্কা পাওয়ার পর সাথে সাথে শেখরনগর নেতাকর্মীদের মাঠে নেমে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছি আমি। শেখরনগর ইউনিয়ন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কে আওয়ামীলীগের কিছু নেতা কর্মী সহযোগীতা করছে না সেই লিখিত অভিযোগ আমার কাছে করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানতে চাইলে তবে আর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
সংবাদ সম্মেলনে শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাডভোকেট রাকিবুল ইসলাম রাকিব, শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আজিম খান ইয়াহিয়া, শেখরনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন সাহিন, শেখরনগর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জায়েদ খন্দকার কলিন ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দেবব্রত সরকার টুটুল মাস্টার উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত