সিরাজদিখান মহা নবমীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ১১:১৭ | আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ২৩:৩০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বুধবার মহানবমী উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিনতাজপুর গ্রামের ভানু মন্ডল বাড়ি নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ ভক্তি-শ্রদ্ধা আর উৎসবের আনন্দ ভাগাভাগি করতে মন্ডপে মন্ডপে ছুটে যান।
এদিন মন্দির ও মন্ডপে ভক্তদের প্রার্থনা, ভজন আর সাংস্কৃতিক পরিবেশনায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। রাতে দেবী দর্শন ও আলো-সজ্জা দেখতে মন্ডপে ভিড় আরও বেড়ে যায়।
রশুনিয়া ইউনিয়নের দক্ষিন তাজপুর ভান মন্ডল মহাশয়ের বাড়ির পূজারী পবিত্র গোস্বামী বলেন,আজ মহা নবমীর এই পুণ্যক্ষণে আমরা দেবী দুর্গার আরাধনায় সমবেত হয়েছি। মহানবমী দেবীর শক্তি, সাহস ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। এই দিনে আমরা সবাই প্রার্থনা করি অসুর শক্তির বিনাশ হোক, সত্য ও ন্যায়ের জয় হোক।
ধর্ম যার যার, উৎসব সবার এই মূলমন্ত্রে আমরা মিলেমিশে আনন্দ ভাগাভাগি করি। পূজা শুধু আচার-অনুষ্ঠান নয়, এটি আমাদের ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সৌহার্দ্যের প্রতীক। আমি আশা করি, দুর্গাদেবীর কৃপায় আমাদের সমাজ থেকে অশুভ শক্তি দূর হবে, শান্তি- শৃঙ্খলা ও সুখ-সমমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। সবাইকে মহা নবমীর আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ রইল। জয় মা দুর্গা।
রশুনিয়া দক্ষিনতাজপুর মন্ডল বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি সদন কুমার নাথ,সাধারণ সম্পাদক মাখন চন্দ্র মন্ডল,উপদেষ্টা শিক্ষক স্বপন কুমার দাসসহ নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত