আদমদীঘিতে নাতি বৌয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবরে দাদী স্বাশুড়ি হার্টএটাকে মৃত্যু

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:০৩ | আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ২২:৪০

বগুড়র আদমদীঘিতে নাতি বৌ আছিয়া বেগম [১৮) এর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শোনার ৪ ঘন্টা পর দাদী স্বাশুড়ি রশিদা বেগম [৪২) ও হার্টএটাকে মারা যাবার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার [১৭ অক্টোবর) রাত সাড়ে টায় আদমদীঘি উপজেলার ছাতনি পশ্চিমপাড়ায়। গলায় ফাঁস দিয়ে মৃত আছিয়া বেগম ওই গ্রামের সজিব প্রামানিকের স্ত্রী ৬ মাস প‚র্বে তাদের বিয়ে হয়। অপর হার্টএটাকে মৃত রশিদা বেগম একই গ্রামের আব্দুল বারিকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘির ছাতনি পশ্চিম পাড়ার সজিব প্রামানিকের সাথে সান্তাহার বাগান বাড়ির অঅকরাম হোসেনের মেয়ে আছিয়া বেগমের ৬ মাস পুর্বে বিয়ে হয়। গত শুক্রবার পারিবারিক কলহরে কারনে ওইদিন রাত সাড়ে ৮টায় আছিয়া বেগম তার স্বমীর বাড়িতে ঘরের বাঁশেল তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। এদিকে নাতি বৌ আছিয়া বেগমের গলায় ফাঁস দিয়ে আত্মহত্য করার খবর শোনার পর পর দাদী স্বাশুড়ি রশিদা বেগম হার্টএটাক করে রাত ১১ টায় মারা যায়। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে। ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক শ্রী খোকন কুমার জানান, বাদি না হওয়ায় আছিয়ার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত