সিরাজদিখান ছোট শিকারপুর শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

  লতা মন্ডল

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ১২:১৫ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ২০:৫৪

মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিশ্বের সকল প্রাণির শান্তি ও কল্যাণ কামনায় ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুর গ্রামে গত ২০ জানুয়ারী শুক্রবার শ্রীমদ্ভগবত পাঠ ও অধিবাস দিয়ে যজ্ঞানুষ্ঠান শুরু হয়, আগামীকাল মঙ্গলবার ভোরের কীর্তনদিয়ে শেষ হবে। ভক্ত সম্মিলিত ছোট শিকারপুর রাধা গোবিন্দ সেবা সংঘ ও এলাকাবাসীর আয়োজনে হরিদাস চক্রবর্তীর বাড়ির আঙ্গিনায় আগামীকাল মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এর আগে গত শুক্রবার গীতা পাঠ দিয়ে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়, পাঠ করেন শ্রী জয়দেব চক্রবর্তী । 

সার্বজনীন এই উৎসবে সার্বিক সহযোগিতা করছেন,সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গোবিন্দ দাস পোদ্দার,কেয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী, কেয়াইন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অশিত দাস, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দীনেশ চন্দ্র মন্ডল,অজয় কুমার চক্রবর্তী,শ্রী হরিদাস চক্রবর্তী,সত্যরঞ্জন সরকার,শ্রী বিনয় চন্দ্র রায়,দিলীপ চক্রবর্তী,এ্যাডভোকেট পলাশ রায়,নির্মল চক্রবর্তী,সুশান্ত বিশ্বাস,রিপন সরকার,আনন্দ মন্ডল,বাদল সরকার, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য সহকারী ঝর্না রানী মন্ডল প্রমুখ। উপজেলা স্বাস্থ্য সহকারী ঝর্না রানী মন্ডল বলেন,কলির অবতারের এই মহাপথকে পাথেয় করে মহামানবের শ্বাশ্বত শান্তির প্রদীপটি ঘরে ঘরে জে¦লে দেয়ার অভিপ্রায়ে এবারও ২০ জানুয়ারী শুক্রবার সোমবার রাত ১১.৩০টার পর থেকে ২৪ জানুয়ারী ভোর নগরর্কীতণ দিয়ে শেষ হলো আমাদের অনুষ্ঠান। অশান্ত পৃথিবীর অশনী সংকেত শঙ্কিত করে তুলেছে সবাইকে, হিংসা-বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই। অধর্ম আর কুসংস্কারের অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যত। তাই যন্ত্রনাক্লিষ্ট ও ত্রিতাপদগ্ধ এই অসহায় মানুষের উদ্ধারকল্পে মুক্তির দূতরূপে আবির্ভূত হয়ে মহাবতারী শ্রী শ্রী গৌর সুন্দর লীলাচ্ছলে বিলিয়েছিলেন বিশ্ব শান্তি ও মুক্তির মহামন্ত্র শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানাম সংকীর্তন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত