পরিবারের লোকজনের মাঝে অজানা আতঙ্ক
সিরাজদিখানে ১২৬ দিন ধরে মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৮:৩৫ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১২:১১
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারের মিষ্টি ব্যবসায়ী সুদেব পাল (৩৯) গত ১২৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনার ১২৬ দিন অতিবাহিত হলেও তাঁকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের লোকজনের মাঝে বিরাজ করছে এক অজানা আতঙ্কের। সুদেব পাল উপজেলার ইছাপুরা গ্রামের হরিপদ পালের ছোট ছেলে। সুদেব পাল ও তার পরিবার দীর্ঘদিন ধরে ইছাপুরা হযরত শেখের বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে ইছাপুরা ইউনিয়নের ভাড়া বাসা থেকে নিজেদেও ব্যবসায়ী প্রতিষ্ঠান গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় গত ৬/০৭/২০২২ ইং জুলাই বুধবার সকালে মিষ্টি ব্যবসায়ীর বড় ভাই নিরঞ্জন পাল সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-২৯৫(০৬.০৭.২০২২ইং)
মিষ্টি ব্যবসায়ীর বড় ভাই নিরঞ্জন পাল জানান, প্রতিদিনের মতো গত ০৪ জুলাই সকাল ৯টায় ইছাপুরা বাসা থেকে নিজের দোকানের উদ্দেশ্যে রওনা দেন তাঁর ভাই সুদেব পাল। ওই দিন সন্ধ্যায় ফোন দিয়ে তাঁর ব্যবহৃত মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি মোবাইল ফোনটিও সঙ্গে নিয়েছেন কিন্তু মোবাইল ফোন সুইচ অফ করা রয়েছে। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। নিখোজের কিছুদিন পরে ০১৯৫৩১১৮৮২৭ এই নাম্বার থেকে নগদের মাধ্যমে আমাদের কাছে আমার ভাইকে ফিরিয়ে দেওয়ার জন্য টাকা দাবি করেন। এই সব বিষয় আমরা সিরাজদিখান থানা পুলিশকে জানিয়েছি।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী ইতি পাল বলেন, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কী কারণে এ রকম ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি স্বামীকে ফেরত চান।
সিরাজদিখান থানার ওসি এ.কে.এম মিজানুল হক বলেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরেও সুদেব পালকে না পাওয়ায় তাঁর বড় ভাই নিরঞ্জন পাল থানায় একটি জিডি করেছেন। আমরা নিখোঁজের বিষয়টি এরই মধ্যে পিবিআইকে জানিয়েছি, এছাড়া আমরাও তদন্ত করে দেখছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত