সিরাজদিখানে হামলাকারীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৬:১৩ |  আপডেট  : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২১

সিরাজদিখান বাসাইল ইউনিয়নে মোঃ কাউসার খান ও অহিদুল শিকদারের উপর বর্বোরোচিত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহতের পরিবার ও এলাকাবাসী।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় ইমামগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকার নিমতলা-সিরাজদিখান সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে অংশ নেন গুরুত্বর আহত পরিবারের সদস্যরাসহ এলাকার সর্বস্থরের সাধারণ মানুষ। মানববন্ধন থেকে মাহবুবু খন্দকার ও কাইয়ুম অভিযোগ করেন, মোঃ কাউসার খান ও অহিদুল শিকদারের উপর হামলাকারী আতাউর রহমান অপু,রোমান মাঝি ও শরিফ হাওলাদারকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

মানবন্ধন শেষে এলাকাসী আতাউর রহমান অপু,রোমান মাঝি ও শরিফ হাওলাদারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ইমামগঞ্জ বাজার বাসস্ট্যান্ড থেকে শুরুহয়ে ইমামগঞ্জ সোনালী ব্যাংক রোডের সামনে দিয়ে ঘুরে পুণরায় ইমামগঞ্জ বাজার বাসস্ট্যান্ড স্ট্যান্ডে এসে শেষ হয়।

উল্লেখ্য,গত বুধবার বিকালে বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া এলাকায় মাটি ভরাট ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দক্ষিণ রাঙ্গামালিয়া গ্রামের অহিদুল শিকদার ও ডাকাতিয়া পাড়া গ্রামের কাউসার খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসী আতাউর রহমান অপু, রোমান মাঝি ও শরিফ হাওলাদারসহ তাদের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় আতাউর রহমান অপু,রোমান মাঝি ও শরিফ হাওলাদারসহ আরো বেশ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত