নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৮:৫২ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৬:৫৪
"সবার জন্য মানসম্মত পরিসংখ্যান" এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে পঞ্চগড় জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় কার্যালয় চতুর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত