নন্দীগ্রামে এক প্রান্তিক কৃষকের মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৮:৪১ |  আপডেট  : ২০ অক্টোবর ২০২৫, ২১:৫৩

বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক প্রান্তিক কৃষকের মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক কৃযক মামুন আহমেদ। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ১নম্বর বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম সোনারপাড়ার প্রান্তিক কৃষক মামুন আহমেদ মাঠের ১৫ শতক জমিতে লাভের আশায় অনেক যত্নে তুফান জাতের মরিচ চাষ করেছিলো। শনিবার দিবাগত রাতে দুবৃত্তরা ওই ক্ষেতের মরিচের গাছ উপড়ে ফেলে দেয়। ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক মামুন বলেন, প্রায় ৮০ হাজার টাকা খরচ করে অনেক যত্নে মরিচ চাষ করেছিলাম। আর তিন-চার দিনের মধ্যেই মরিচ তুলতে পারতাম কিন্তু কেবা কারা রাতের আঁধারে প্রায় ৫ শতক জমির আনুমানিক ৩০০টি মরিচ গাছ উপড়ে ফেলেছে। মামুন আহমেদের হিসাব অনুযায়ী ওই অংশে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এ ঘটনার পর স্থানীয় কৃষকদের মধ্যেও আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, কৃষকের প্রতি এমন ন্যাক্কারজনক শত্রুতা আমাদের মনোবল ভেঙে দিয়েছে। 

উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি সত্যিই খুব দুঃখজনক। আমি সরেজমিনে গিয়ে ওই মরিচ ক্ষেত পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা কৃষি অফিস থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত