সাংবাদিক নেতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে
বাগেরহাটে সাংবাদিক সংস্থা’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৯:০৬ | আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২২:৫৭

জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও প্রায়ত সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা’ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা শাখার আহ্বায়ক এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এ বি এম মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম । সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী মহা সচিব শেখ আবু সাঈদ,জেলা শাখার সাবেক সভাপতি মোল্লা আব্দুর রব, সহ-সভাপতি এস এম রাজ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সদস্য ফকির হাসান আলী,আরিফুল ইসলাম, সোহেল রানা বাবু, সাংবাদিক নকিব মিজানুর রহমান মোঃ সাগর প্রমূখ । সভা ও দোয়া মাহফিলে আলতাফ হোসেনের রুহের মাহফিরাত এবং সারা দেশে আরো মৃত্যু হওয়া সাংবাদিকদের মাগফিরাত ও সকল সাংবাদিকসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত