সিরাজদিখানে স্বামী- স্ত্রীকে পিটিয়ে জখম আদালতে মামলা
প্রকাশ: ৮ জুন ২০২৩, ১৬:৪৯ | আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর গ্রামে বাড়িতে ঢুকে স্বামী- স্ত্রীকে মারধরের ঘটনায় আদালতে মামলা হয়েছে। বুধবার ৭জুন দুপুরে আমেনা বেগম বাদি হয়ে সিরাজদিখান আমলী আদালতে মামলা দায়ের করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রহিমা আক্তার মামলাটি আমলে নিয়ে পিবিআইকে ( পুলিশ ইনভেষ্টটিকেশন ব্যুরো) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর গ্রামে গত ২ জুন সকালে টিনের বাউন্ডারি ভেঙ্গে বাড়িতে ঢুকে স্বামী স্ত্রী দুজনকে পিটিয়ে গুরুতর জখম করে আ:রব গংরা। এ সময় এলোপাতাড়ি পিটিয়ে আমেনা বেগমের স্বামী আল আমিনকে জখম করে ও আমেনা বেগমের ডান পায়ের হাড় ভেঙ্গে ফেলে প্রতিপক্ষ। লুটপাট চালানো হয় তাদের বাড়িতে। পরে স্থানীয়রা গুরুতর আহত আমেনা বেগম ও তার স্বামীকে উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ট) হাসপাতালে প্রেরণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত