সিরাজদিখানে শেখ রাসেলের জন্মদিন পালিত
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১৯:২২ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৩
জাঁকজমক ও উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেরা পরিষদ কার্যালয় চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতারা। এরপরে সকাল ১০ টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনে দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তারের নেতৃত্বে র্যালিতে অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন,উপজেলা পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ,সাথী সমাজকল্যান সংস্থার সাধারণ সম্পাদক লতা রানী মন্ডল প্রমুখ। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেত্রীরা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে শহীদ শেখ রাসেল এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয় ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত