সিরাজদিখানে লকডাউন মানছে না মানুষ, প্রশাসন মাঠে

প্রকাশ: ৪ জুলাই ২০২১, ১৯:৪৯ | আপডেট : ৫ মে ২০২৫, ১০:১৮

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে চলছে ৭ দিনের লকডাউন। লকডাউনের চতুর্থ দিনে মুন্সীগঞ্জ সিরাজদিখান লকডাউন মানছে না সাধারণ মানুষ। উপজেলায় ঢিলেঢালা ভাবেই পার হচ্ছে সাত দিনের লকডাউনের চতুর্থ দিন। করোনার সংক্রমণ ঠেকাতে সিরাজদিখান মোড়ে মোড়ে তল্লাশিচৌকি বসানো হলেও মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে। সকাল থেকেই উপজেলা শহরের বাহিরে চলছে ইজিবাইক, রিকশাসহ সব ধরনের যানবাহন।
রোববার উপজেলার সিরাজদিখান,ইছাপুরা বালাুচর বাজারসহ আশেপাশের মোড়ের দোকানপাটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে দু-একজন বলেন, মাস্ক পকেটে আছে। বেশি ভিড় দেখলেই পড়বেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজদিখান বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল দেখা গেছে। মোড়ে মোড়ে যানবাহন থামিয়ে তল্লাাশি করছে পুলিশ। তবে স্বাস্থ্যবিধি মানতে ও লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত