সিরাজদিখানে মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগ
প্রকাশ: ৯ মে ২০২২, ২০:১৬ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সৎ ভাইয়ের মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে বলে দাবি করে সিরাজদিখান থানায় লিখত অভিযোগ করেছেন বাবুল বেপারী ( ৫১)। অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার বালুচর ইউনিয়নের কালী নগর গ্রামের মৃত আবুল হাসিম বেপারীর দ্বিতীয় স্ত্রী ছেলে মোঃ বাবুল (৫১)। অভিযুক্ত আবুল হাসিম বেপারীর প্রধম স্ত্রীর ছেলে আব্দুল রব দীর্ঘদিন যাবৎ মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করে আসছে বাবুল বেপারী ও তার পরিবারকে। বিভিন্ন জেলায় হত্যা মামলাসহ প্রায় ২০ টি মামলা দেওয়া হয়েছে সে মামলয় জেল হাজতে ও থাকতে হয়েছে বাবুল বেপারীর। এবিষয়ে ভুক্তভোগী বাবুল বেপারী তার পরিবারের সাথে কথা বললে তারা জানান আব্দুল রব সৎ ভাই হওয়ার কারণেই এই পরিবারের উপর অভিশাপ নেমে এসেছে। আমাদেরকে ক্ষতি করার জন্য ২০ টি মামলা দিয়ে আমাদেরকে একেবারে নিঃস্ব করে দিয়েছে।
এবিষয়ে আব্দুল রব জানান তিনি কোনো মামলা দেন নাই এমনকি এ পরিবারকে অনেক টাকা দিয়ে সহযোগিতা করেছেন।
এবিষয়ে সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছেন অভিযোগের প্রেক্ষিতে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত