সিরাজদিখানে মন্দিরের জায়গা নিয়ে সংঘর্ষ ও মারধর প্রতিমা ভাংচুর

  সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২ |  আপডেট  : ১৯ অক্টোবর ২০২৫, ০০:৩৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মধুপুর শ্রী শ্রী রক্ষাকালী ও দুর্গা মন্দিরের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজনকে মারধর এবং মন্দিরে স্থাপিত প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর মধুপুর গ্রামে মধুপুর শ্রী শ্রী রক্ষাকালী ও দুর্গা মন্দিরের জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মধুপুর গ্রামের হরিদাসের ছেলে স্বপন দাস,মৃতঃ বিশ^াম্বরের ছেলে রঞ্জিত দাসমৃতঃ প্রিয়নাথের ছেলে বলরাম দাস,সত্য দাস,পরিতোষ দাস,দাগুসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে পাশাপাশি মন্দিরের বিভিন্ন দেব-দেবীর প্রতিমা ভাঙচুর করে একই ইউনিয়নের মধুপুর নয়ানগর গ্রামের মৃত ঃ মতিনের ছেলে চঞ্চল ও আবুসহ ১০/১২ জন দুর্বৃত্তরা।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের মন্দ্রির কমিটির সভাপতি প্রফুল্ল দাস ও সাধারণ সম্পাদক ধীরেন দাস অভিযোগ করে বলেন, মৃত ঃ মতিনের ছেলে চঞ্চল ও আবু পরিকল্পিতভাবে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য এই হামলা চালিয়েছে। অন্যদিকে প্রতিপক্ষ দাবি করেছে, জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত।

সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি তপন দাস ও সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষে বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে মারধর প্রতিমা ভাংচুর এটা অন্যায়। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত চঞ্চল ও আবুসহ সকলকে আইনের আওতায় এনে বিচার করা দরকার। রাজানগর ৫ নং ওয়ার্ড সদস্য ও বিএনপি সভাপতি হাজী আঃ রশিদ বলেন নয়ানগর গ্রামের মৃত ঃ মতিনের ছেলে চঞ্চল ও আবুসহ কয়েক জন মারধরের করেছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি,সহকাররি পুলিশ সুপার স্যার ঘটনা স্থল পরিদর্শন করেছেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান মুন্সীগঞ্জ জেরা সহকারী পুলিশ সুপার(সিরাজদিখান-টংগিবাড়ি সার্কেল) মোঃ ইব্রাহীম।

উপজেলা নির্বাহী অপিসার শাহিনা আক্তার বলেন, মধুপুর জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা পূজার পর বসে ওই জাগার বিরোধ নিরসনের ব্যাবস্থা করার কথা বলেছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত