সিরাজদিখানে ভূয়া দলিল করে নিরীহ বৃদ্ধার কোটি টাকার জমি দখলের চেষ্টা

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯ |  আপডেট  : ১৭ অক্টোবর ২০২৫, ১৭:১৬

মুন্সীগঞ্জ সিরাজদিখান রায়েরবাগে প্রতিপক্ষের বিরুদ্ধে নিতাই ভাওয়াল (৯৬) নামের এক বৃদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বৃদ্ধা ও তার স্বজনরা সিরাজদিখান সহকারি কমিশনার (ভূমি) অফিসে  একটি মিসকেস মামলা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুয়া দলিল তৈরি করে নিরীহ নিতাই ভাওয়ালের প্রায় ৪১ শতাংশ জমি  যার মূল্য এক কোটি ২০ লাখ টাকা তা জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগ রয়েছে, বয়রাগাদী ইউনিয়নের রায়েরবাগ গ্রামের মোঃ আবেদ আলী,গিয়াসউদ্দিন বেপারী, নাছির উদ্দিন বেপারীসহ একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে একই গ্রামের ললিত ভাওয়ালের ছেলে নিতাই ভাওয়ালের গোবরদী মৌজার ৩৫১ নং আর.এস খতিয়ানের আর.এস ১৪৬৩নং দাগের ৪১ শতাংশ জমি ভোগ দখলে ছিল। ভূয়া কাগজপত্র দলিল তৈরী করে এই জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে আবেদ আলীসহ অন্যরা। জমির প্রকৃত মালিকরা আদালত ও প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী বৃদ্ধার ছেলেদের স্ত্রী সংগীতা ভাওয়াল ও কবিতা ভাওয়াল জানিয়েছেন, আমাদের স্বামীরা প্রবাসে থাকে এই সুযোগে তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ভুয়া কাগজপত্র দেখিয়ে জমি নিজেদের বলে দাবি করছে। এমনকি দখলদার চক্র বিভিন্ন সময় হুমকি-ধামকিও দিচ্ছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের জমি ফিরে পেতে চাই।

এ বিষয়ে সচেতন মহল মনে করছে, ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের এই প্রবণতা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের আস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। দ্রুত তদন্ত করে জমির প্রকৃত মালিকদের জমি দখলে দিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বাড়ি বলেন, এ বিষয়ে একটি মিসকেস মামলা চলমান রয়েছে। কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেওযা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত