সিরাজদিখানে ভারী বর্ষণে আলু চাষিদের ব্যাপক ক্ষতি

  লতা মন্ডল

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৩, ১৮:১১ |  আপডেট  : ১৫ মার্চ ২০২৫, ০৯:২৬

সিরাজদিখানে ভারী বর্ষণে আলু চাষিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা দেখা দিয়েছে। চলতি অর্থবছরের আলু উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা সিরাজদিখানে। আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেয়ায় অতিভারী বৃষ্টিপাত হয়েছে। এতে চরম শঙ্কায় পড়েছে এ উপজেলার হাজারো আলু চাষি ।  তবে কৃষকরা জমির পানি সরাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৃষ্টি না কমায় তাদের চেষ্টা কাজে আসছে না। এতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ইছাপুরা,রশুনিয়া,বাসাইল,বয়রাগাদী, কোলা, মধ্যপাড়া,জৈনসার,লতব্দী,কেয়াইন ইউনিয়নে আজ বৃহস্পতিবার ভোর রাতে বৃষ্টিতে সদ্য রোপণকৃত হাজার হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে উপজেলার হাজারো আলু চাষি। ফলে চলতি অর্থবছরের আলু উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে উপজেলার অর্ধেক কৃষিজমিতে আলু রোপণের জমি প্রস্তুতের কাজ শেষ হয়েছে। এর মধ্যে বৃস্টির কারণে তাদের রোপণকৃত আলু ক্ষেত নস্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মাঝে। ইতিমধ্যে উপজেলার ২২শত হেক্টর জমিতে আলু রোপণ শেষ হয়েছে৷ কৃষকরা জানান, ধার-দেনা করে আলু রোপণ করতে হয়। তবে বৃষ্টি সব শেষ করে দিচ্ছে। এর আগেও প্রথম দফার বৃষ্টিতে উপজেলার অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছে। এবার দ্বিতীয় দফার বৃষ্টিতে হাজার হাজার কৃষক ক্ষতি গ্রস্থ হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। ইছাপুরা ইউনিয়নের ভবন দাস নামে একজন কৃষক বলেন, এবার ১০কানি জমিতে আলু রোপণ করার উদ্দেশ্যে ইতোমধ্যে ৪ কানি জমিতে আলু রোপণ শেষ হয়েছিলে। এখন বৃষ্টিতে সব আলুর জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আমার প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হওয়া শঙ্কা দেখা দিয়েছে । এর আগের বৃষ্টিতেও আমার এক কানি জমির আলুর বৃষ্টির কারণে নষ্ট হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র বলেন, উপজেলায় এবার ৮ হাজার ৭ শত ৯০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২২শত হেক্টর জমিতে আলু রোপন শেষ হয়েছিল। তবে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে এতে করে আলুর লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে উপজেলায় কি পরিমাণ আলুর জমি ক্ষতি গ্রস্থ হয়েছে তা এখনও সঠিক ভাবে যায়নি।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত