সিরাজদিখানে বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর গণসংযোগ 

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৮:১৫ |  আপডেট  : ১৫ নভেম্বর ২০২৫, ০০:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাসমহল বালুচর এলাকার খাসমহল বালুচর বাজার, খলিল মার্কেট, মোল্লাকান্দী, কালীনগর, বালুচর চৌরাস্তা গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি বাড়ি বাড়ি ও মার্কেটে গিয়ে সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

গণসংযোগকালে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মুন্সীগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপি সরকার গঠন করলে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে। সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে। এ জন্য সবার সহযোগিতা চাই। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আমি কোনো অবাস্তব   প্রতিশ্রুতি দিতে আসিনি, এসেছি পরিবর্তনের পরিকল্পনা নিয়ে। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা ঘোষণা করেছেন। এটি জনগণের জীবনমান উন্নয়নের একটি বাস্তব পরিকল্পনা। তিনি নির্বাচনি এলাকায়  প্রয়োজনীয় সব ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া, গণসংযোগে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন,বালুচর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক আব্দুল লতিব, সদস্য সচিব মোঃ আবুল হোসেন, শাহাবদ্দিন বাদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত