সিরাজদিখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭ | আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৮

বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে মুন্সগিঞ্জ সিরাজদিখানে উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ বৃহস্পতিবার সকাল থেকে বাদ্যের তালে তালে মিছিল আর স্লোগানে পুরো উপজেলা নিমতলা ঢাকা-মাওয়া সড়ক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর ১১টায় নিমতলা শিকদার কমপ্লেক্সের সামনে শুরু হয় সমাবেশে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিনিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন সংগ্রামী প্লটফর্ম। বক্তারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলটির প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
সিরাজদিখান উপজেলা ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন রকির সভাপতিত্বে ও মাসুদ রানা ফাহিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির,সিংঙ্গাপুর যুবদল আহব্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক নাদিম জাহান আজিম, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী সেলীনা আক্তার বীনা,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক সদস্য জসিম মোল্লা,মুন্সগিঞ্জ জেলা যুবদল যুগ্ম আহব্বায়ক প্রিন্স নাদিম।
সমাবেশ শেষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। দলীয় প্রতিক ধানের শীষ রং বেরংয়ের পোশাকে ব্যান্ডের তালে তালে র্যালিতে অংশ নেন সহ¯্রাধিক নেতা-কর্মী। র্যালিটি নিমতলা বাসস্ট্যান্ড সুখের ঠিাকানা ঢাকা-মাওয়া গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত