সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ১৯:৪৬ |  আপডেট  : ৪ অক্টোবর ২০২৫, ০০:৪৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়  দক্ষিন আফ্রিকা প্রবাসী মোঃ বিল্লাল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, বুধবার(০১ অক্টোবর) গভীর রাতে এই ঘটনা ঘটে। অজ্ঞাত চোরের দল একটি বাড়ির টিন-কাঠের ঘড়ের ব্যারা কেটে ভেতরে    প্রবেশ করে। এ সময় ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ ষাট হাজার টাকা নিয়ে যায় তারা। মোঃ বিল্লাল শেখ উপজেলার  রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর কালীবাড়ি এলাকার মৃত শেখ আবেদ আলী শেখের ছেলে।

প্রবাসীর স্ত্রী মমতাজ বেগম জানিয়েছেন, চুরির সময় তিনি তার দুই সন্তান নিয়ে পাশের ঘড়ে ঘুমিয়ে ছিলাম।  ওই সময় ঘরের সদস্যরা গভীর ঘুমে ছিলেন। ভোরে উঠে ব্যারা কাটা ও আলমারি ভাঙা অবস্থায় দেখে বিষয়টি টের পান। ঘরের ভেতরে ঢুকে দেখেন ষ্টিলের আলমারির তালা ভেঙে সবকিছু অগোছালো করে রাখা। যে সিন্দুকের ভেতরে স্বর্ণালংকার ছিল সেটাও খোলা।  আমি  বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার্ষ ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগতব্যবস্থা গ্রহণ করা হবে।। স্থানীয়দের মধ্যে এলাকায় এই চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত